শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

এবার কাঁকড়ার ভেতর ইয়াবা পাঁচার

এবার কাঁকড়ার ভেতর ইয়াবা পাঁচার

ইয়াবা পাঁচারে নতুন নতুন কৌশল অবলম্বন করছে পাঁচারকারীরা। আজ (২৯ নভেম্বর)সকালে কক্সবাজারের টেকনাফে কাঁকড়ার ভেতরে ইয়াবা ভরে পাঁচারকালে আট হাজার ৭৮৪ পিচ ইয়াবাসহ মিয়ানমারের এক যুবককে আটক করেছে বিজিবি।

সকাল সাড়ে ৯ টার দিকে হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল হালিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা হ্নীলা ফুলের ডেইল কাস্টমস ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি কাঁকড়ার বস্তার ভিতরে ৬ হাজার পিচ ইয়াবা ও একটি নৌকা উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবা, কাঁকড়া ও নৌকার মূল্য আনুমানিক ১৮ লাখ ৩৮ হাজার টাকা।

এছাড়া একইদিন ভোর রাতে হ্নীলা বিওপির হাবিলদার তরিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা হ্নীলা জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮শ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে একইদিন সকাল ১১ টার দিকে হোয়াইক্যং বিওপির ল্যান্সনায়ক জহিরের নেতৃত্বে জওয়ানরা চেকপোষ্টে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৮৪ পিচ ইয়াবাসহ মিয়ানমারের মংডু এলাকার দুলাল আহাম্মদের ছেলে মো. শফি উল্লাহ(১৮)কে আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৪/আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর