মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

জরুরি বিভাগে চিকিৎসা দেন নার্সরা, আদায় করা হয় অর্থ

জরুরি বিভাগে চিকিৎসা দেন নার্সরা, আদায় করা হয় অর্থ

চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী। আড়াইশ শয্যার (প্রস্তাবিত) এই হাসপাতালটি প্রায় এক বছর ধরে চলছে ১০০ শয্যার লোকবল দিয়ে। যে ক’জন ডাক্তার আছেন তারা সময়মতো হাসপাতালে আসেন না। চিকিৎসক স্বল্পতার কারণে জরুরি বিভাগে অনেক সময় নার্স ও ব্রাদাররা চিকিৎসা দেন। কখনো তারা রোগীর কাছ থেকে হাতিয়ে নেন টাকা-পয়সা। পিত্তথলির পাথর, জরায়ুর টিউমারসহ বিভিন্ন অস্ত্রোপচারে ব্যবহৃত ল্যাপারোস্কোপিক মেশিনটি দেড় বছর ধরে ফেলে রাখা হয়েছে।
আধুনিক এ হাসপাতালটিতে চিকিৎসকের ৩৬টি পদের ২১টি শূন্য। মাত্র ১৫ জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। শূন্য পদের মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক, সাতজন সিনিয়র কনসালটেন্ট, সাতজন জুনিয়র কনসালটেন্ট, ইমার্জেন্সি মেডিকেল অফিসার দুইজন, রেডিওলজিস্ট ও তিনজন মেডিকেল অফিসার। গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন চিকিৎসক না থাকায় রোগীরা সেবাবঞ্চিত হচ্ছেন। যেকজন চিকিৎসক রয়েছেন তারাও সময়মতো হাসপাতালে না আসায় রোগীর দীর্ঘ লাইন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। শয্যার অভাবে রোগীরা ওয়ার্ডের মেঝে এমনকি বারান্দায়ও চিকিৎসা নিতে বাধ্য হন। তার ওপর অধিকাংশ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। চিকিৎসক সংকটে জরুরি বিভাগে প্রায়ই নার্স ও ব্রাদাররা চিকিৎসা দিয়ে থাকেন। কখনো কখনো তারা রোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। বহির্বিভাগে চিকিৎসকরা রোগী দেখার চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় বেশি সময় কাটান। হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে নেই হেলথ সুপারিনটেনডেন্ট, প্রশাসনিক কর্মকর্তা, পরিসংখ্যান অফিসার ও নার্সিং সুপারভাইজার। তৃতীয় শ্রেণির ৩৯টি পদের ২০টি এবং চতুর্থ শ্রেণির ৪৫টির মধ্যে ২৮টি পদ শূন্য। মূল্যবান ল্যাপারোস্কোপিক মেশিনটি দেড় বছর ধরে অব্যবহৃত পড়ে থাকায় এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পিত্তথলির পাথর ও জরায়ুর টিউমারসহ নানা অস্ত্রোপচারের জন্য তিন বছর আগে আনা হয়েছিল মেশিনটি। অভিযোগ রয়েছে, প্রাইভেট ক্লিনিকে ব্যবসার সুবিধার্থে ইচ্ছাকৃত মেশিনটি ফেলে রাখা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, জ্যেষ্ঠ অস্ত্রোপচার বিশেষজ্ঞকে সহায়তার জন্য ডাক্তার না থাকায় এই মেশিনের সঙ্গে সংশ্লিষ্ট রোগীদের অস্ত্রোপচার করা যাচ্ছে না।

সর্বশেষ খবর