মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

অভয়নগরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোল্লা ওলিয়ার রহমানের খুনি ও গডফাদারদের গ্রেফতার দাবিতে সোমবার অভয়নগরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। 'ওলিয়ার হত্যার বিচার দাবি আদায় সংগ্রাম কমিটি' এই হরতালের ডাক দেয়।

হরতাল চলাকালে আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু খুলনা যাওয়ার পথে সকালে নওয়াপাড়ায় থেমে হরতাল প্রত্যাহারের জন্য সমবেত জনতাকে অনুরোধ জানান।

এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে নওয়াপাড়া বাজারে খণ্ড খণ্ড মিছিল বের হয়। দলমতনির্বিশেষে সাধারণ মানুষ এসব মিছিলে যোগ দেয়। পিকেটাররা যশোর-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে, কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।

উল্লেখ্য, ২৩ নভেম্বর ভোরে অভয়নগরের নওয়াপাড়ায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মোল্লা ওলিয়ার রহমান। মুক্তিযোদ্ধা ওলিয়ার অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির স্থানীয় প্রতিনিধি ছিলেন।

সর্বশেষ খবর