মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

থানায় ডেকে অর্থ আদায়ের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ওসি বদরুল হকের বিরুদ্ধে থানায় ডেকে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাহাব উদ্দিন ময়মনসিংহ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেছেন। পুলিশি হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অভিযোগকারী।
ময়মনসিংহ পুলিশ সুপার অফিসে দেওয়া অভিযোগে বলা হয়, ২ ডিসেম্বর পাগলা থানার ওসি বদরুল হকের বরাত দিয়ে দুজন পুলিশ সাহাব উদ্দিনকে থানায় ডেকে নেন। তিনি গিয়ে দেখেন থানায় তার ভগ্নিপতি নিজাম উদ্দিনকে আটকে রাখা হয়েছে। তার সামনেই নিজামকে নির্যাতন শুরু করে। সাহাব উদ্দিন ভগ্নিপতিকে নির্যাতনের কারণ জানতে চাইলে ওসি তাকে সজোরে থাপ্পড় মারেন। পরে গ্রেফতারের ভয় দেখিয়ে থানা হাজতে রেখে ৫০ হাজার টাকা দাবি করেন বদরুল। সাহাব উদ্দিন ১৩ হাজার টাকা দিয়ে থানা থেকে মুক্তি পান। এ সময় ওসি বলেন, বাকি টাকা এক সপ্তাহের মধ্যে দিতে হবে। নইলে ডাকাতি মামলায় তাকে ও ভগ্নিপতিকে চালান দেওয়া হবে। ওসি বদরুল হক জানান, তিনি বা তার পুলিশ কারো কাছ থেকে টাকা নেননি। সাহাব উদ্দিনকে ব্ল্যাকমেইল করে তার শ্যালক ১৩ হাজার টাকা নিয়েছেন।

সর্বশেষ খবর