মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

মদনপুর-নয়াপুর রাস্তাটি মরণফাঁদ

মদনপুর থেকে নয়াপুর পর্যন্ত রাস্তাটি যেন মরণফাঁদ। এছাড়া খানাখন্দে ভরা রাস্তাটির দুই পাশে গড়ে উঠেছ অবৈধ স্থাপনা। ফলে রাস্তাটি সরু হয়ে গেছে। মদনপুর থেকে নয়াপুর পর্যন্ত ১০ মিনিটের রাস্তা পর হতে সময় লাগে এক ঘণ্টা। এই বাইপাস রাস্তাটি দিয়ে প্রতিদিন ১০ হাজার যান চলাচল করে। সরজমিনে দেখা গেছে, মদনপুর থেকে নয়াপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। গাড়ির চাকা গর্তে পড়লেই বিকট শব্দ হচ্ছে। সড়কের একাধিক স্থানে দেখা গেছে, গর্তের কারণে অকেজো হয়ে পড়েছে গাড়ি। সড়কের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়লে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পাঁচ কিলোমিটার দীর্ঘ এশিয়ান হাইওয়ে রোড পার হতে লাগে ২-৩ ঘণ্টা।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকির আলম বলেন, মহাসড়ক জানযটমুক্ত করতে চলতি মাসের শেষের দিকে সড়ক সংস্কার শুরু হবে।  
 

সর্বশেষ খবর