বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
পুলিশের সঙ্গে বিএনপি জামায়াতের সংঘর্ষ

১৭ জেলায় ৩১ মামলা আসামি ১১ হাজার

বিএনপি জোটের কর্মসূচি চলাকালে সোমবার দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ ও হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৭ জেলায় পুলিশ বাদী হয়ে ৩১টি মামলা করেছে। এসব মামলায় কেন্দ্রীয় নেতাসহ বিএনপি-জামায়াতের ১১ হাজার ৭২৮ জনকে আসামি করা হয়েছে। আটক হয়েছেন ৩৮৫ জন।

চট্টগ্রাম : নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৫০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় ৩০০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ ২৯৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে চকবাজার থানার জামায়াত-শিবিরের ১৫০-২০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পুলিশ। রাজশাহী : আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শামীম ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। এদিকে পুঠিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে তিন হাজার জনকে। সিলেট : জামায়াত-শিবিরের ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে সোমবার রাতে জালালাবাদ থানার এসআই আবদুল হামিদ মামলা করেছেন। গতকাল দুপুর পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান যুবদল নেতা শহীদুল হক হায়দারীসহ তিন হাজার জনের বিরুদ্ধে সোমবার রাতে শিবগঞ্জ মামলা করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন ১১ জন। চাঁদপুর : চাঁদপুরে আটটি মামলায় বিএনপির ২৫০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় আটজন গ্রেফতার হয়েছেন ময়মনসিংহ : বিএনপি-জামায়াতের ৫৯ জনসহ আট শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার করা হয়েছে ছয়জনকে। নারায়ণগঞ্জ : শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ১১৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬৭৫ জনকে আসামি করে চারটি মামলা হয়েছে। এসব মামলায় ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর : ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেছে পুলিশ। মৌলভীবাজার : জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাসের রহমানসহ জামায়াত-বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ : শৈলকুপায় বিএনপি-জামায়াতের সাড়ে তিনশ নেতা-কর্মীর বিরুদ্ধে সোমবার রাতে মামলা হয়েছে। এদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাবনা : জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫০ জনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। এজহারভুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চারটি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ২৪০ জনকে। গতকাল দুপুর পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৬৭ জন। খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলায় বিএনপির ২২২ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্য জেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জ : বিএনপি ও অঙ্গসংগঠনের ১১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজুসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ : জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলালসহ ৪৪ জন নামীয় ও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে মামলা করেছেন শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সার্জেন হাবিবুল ইসলাম। কুষ্টিয়া : বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামি করে সোমবার রাতে সদর থানায় মামলা হয়েছে। রাতেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালী : শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে ২০ দলের ডাকা অনিদিষ্টকালের অবরোধের প্রথম দিন গতকাল নাশকতার অভিযোগে নোয়াখালী, পাবনা, মৌলভীবাজার, বাগেরহাট, মেহেরপুর, কুমিল্লা, গাইবান্ধা ও ঝিনাইদহে ১২৬ জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর