বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ফলোআপ : ফেনীতে ককটেলে দুই শিক্ষার্থী আহত

\\\'রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে চাই\\\'

\\\'রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে চাই\\\'

দুই সহপাঠীর ওপর দুষ্কৃতকারীদের ককটেল হামলার প্রতিবাদে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন - বাংলাদেশ প্রতিদিন

আমরা রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে চাই- স্লোগানকে ধারণ করে মঙ্গলবার দুপুরে ফেনী সরকারি পাইলট হাইস্কুলের সামনের মানববন্ধন করেছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। সোমবার বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছোড়া ককটেলে ফেনী সরকারি পাইলট হাইস্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র এসএসসি পরীক্ষার্থী অনিক (১৬) ও হৃদয় (১৫) গুরুতর আহত হন। অনিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও হৃদয়কে চট্টগ্রামে ভর্তি করা হয়েছে। মানববন্ধন চলাকালে সমবেদনা প্রকাশ করে একাÍতা ঘোষণা করে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারী, পৌর মেয়র, বিভিন্ন উপজেলার চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক নেতারা। মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীর ওপর ককটেল হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারে দাবি জানান।  ফেনী সদরের সংসদ সদস্য আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নেন।

সর্বশেষ খবর