বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এক পলক

দুই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে দুই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। তারা হলেন মিয়ানমার মংডু পেরাংপুরু এলাকার মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ রফিক খোকন (১৮) ও একই এলাকার মোহাম্মদ কালুর ছেলে আবদুল আমিন (৩০)। তাদের হেফাজতে পাওয়া ইয়াবাগুলো প্লাস্টিক প্যাকেটে মোড়ানো ছিল। এর সংখ্যা ছিল ৭০ হাজার পিস। উদ্ধার করা ইয়াবার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
- টেকনাফ প্রতিনিধি

দুর্বৃত্তের আগুনে ছাই মৎস্য আড়ত
দুর্বৃত্তদের দেওয়া আগুনে সিলেটের বিশ্বনাথের লামাকাজির মাহতাবপুর মৎস্য আড়তের ৩৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় গতকাল বিশ্বনাথ থানায় পৃথক দুটি মামলা করেন ওই আড়তের সাধারণ সম্পাদক সামছুল হক মুল্লাহ।
এদিকে নোয়াখালী প্রতিনিধি জানান, হাতিয়া পৌরসভার ছৈয়দ মিয়ার বাজারে আগুনে আটটি দোকান পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ কেউ শক্রতার জেরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
- প্রতিদিন ডেস্ক

বাগমারায় থানার দাবি
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানা ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গতকাল বিকালে হাটগাঙ্গোপাড়া স্কুলমাঠে এক সমাবেশে তারা এ দাবি জানান। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এমপির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
- নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তিন খুনের আসামি বাবু রিমান্ডে
মুন্সীগঞ্জে মাওলানা আবদুল কাদের, আওয়ামী নেতা মোবারক হোসেন ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যামামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবুকে রিমান্ডে নেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ আদালতে গতকাল তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক নার্গিস ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে বৃহস্পতিবার বাবু মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্দসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠান।
- মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৭
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচিতে র্যাব-১২ অভিযান চালিয়ে ৪৪৩ পিস ইয়াবা ও ১৬৫ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটকরা হলো- আজিজ, মোতালেব হোসেন, রতন আলী, জাহাঙ্গীর আলম, মহসিন রুবেল, সুবর্নসাড়া গ্রামের আবু হেনার ছেলে বেল্লাল। মঙ্গলবার ভোর রাত তিনটা ও দুপুর পৌনে তিনটায় র্যাব-১২ ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদের নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়।
- সিরাজগঞ্জ প্রতিনিধি

বাবুরহাটে অগ্নিকাণ্ড
নরসিংদীর বাবুরহাটে অগ্নিকাণ্ডে ৮টি দোকানের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভোরে হাটে অবস্থিত পুলিশ ফাঁড়ির পেছনের গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
- নরসিংদী প্রতিনিধি

সম্মেলন স্থগিতের প্রতিবাদ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করার প্রতিবাদে রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সংবাদ সম্মেলন করেন। আগামী ৮ জানুয়ারি সম্মেলন হওয়ার কথা ছিলো। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ অনিবার্য কারণবশত সম্মেলন স্থগিত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউসুফ জামিল বাবু, এসবি ভান্ডারি, বাসুদেব ঘোষ, অ্যাড. আহসান হাবীব চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।
অপরদিকে একই দাবিতে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, এসএম রকিবউদ্দিন, আলমগীর চেয়ারম্যান, আ. লতিফ প্রধান, হেলাল মাহমুদ, জানে আলম রাসেল, আবু তাহের নয়ন প্রমুখ। এদিকে গতকাল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার বলেন, দেশে ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচি ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদেশে অবস্থান করায় ত্রি-বার্ষিক সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে।
- দাউদকান্দি প্রতিনিধি

সর্বশেষ খবর