বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অটোরিকশায় চড়ে ঢাকায়

বিএনপির ডাকা অবরোধের কারণে সড়ক পথে দূরপাল্লার বাস বন্ধ। ট্রেনেও টিকিট মিলছে না। কিন্তু জরুরি কাজে ঢাকায় যেতেই হবে। উপায়ন্তর না পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে রংপুর থেকে ঢাকায় পাড়ি দিচ্ছেন মানুষ। যাদের ভাগ্যে টিকিট মিলছে তারাই কেবল ট্রেনে যাচ্ছেন। রংপুর নগরীর মুলাটেল এলাকার ডা. নাসিমুজ্জামান খান বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চাকরি হয়েছে। সোমবার বিকালে নিয়োগপত্র হাতে পেয়েছেন। বুধবারই যোগদান করতে হবে। ট্রেনের টিকিট না পাওয়ায় গতকাল সকাল ৬টায় ব্যাটারিচালিত অটোরিকশায় ঢাকার দিকে যাত্রা করেন। তিনি জানান, বগুড়ায় পেঁৗছতে তাকে ছয়বার অটোরিকশা বদল করতে হয়েছে।

এরপর সিএনজিতে করে থেমে থেমে রাজধানীতে যাচ্ছেন তিনি। গতকাল সকালে নগরীর মডার্ন মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, লোকজন বড় বড় ব্যাগ নিয়ে অটোরিকশা চেপে বসেছেন। ঢাকায় যাত্রা শুরু করেছেন নগরীর মুন্সিপাড়ার আবেদুল হাফিজ, তার স্ত্রী ও দুই সন্তান। তারা জানালেন, যেভাবেই হোক তাদের ঢাকা যেতেই হবে। অটোচালক আকবর হোসেন বলেন, রংপুর থেকে বঙ্গবন্ধু সেতু যেতে ১২ বার অটোরিকশা বদল করতে হবে। এরপর একইভাবে বঙ্গবন্ধু সেতু থেকে থেমে থেমে ঢাকায় যেতে হবে।

সর্বশেষ খবর