রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
সুচিত্রা সেনের ১ম প্রয়াণ দিবস

পাবনায় নানা আয়োজন

পাবনায় নানা আয়োজন

প্রদীপ প্রজ্বালন, পুষ্পার্ঘ অর্পণ ও স্মরণসভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল পাবনায় পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের প্রথম প্রয়াণ দিবস। বেলা ১২টার দিকে পাবনা ড্রামা সার্কেল কার্যালয়ে আয়োজন করা হয় স্মরণসভা। বক্তারা সুচিত্রা সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে তার পাবনার পৈতৃক বাড়িতে একটি সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার দাবি জানান। প্রসঙ্গত, বাংলা চলচিত্রের মহানায়িকা গত বছরের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন। অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দেওয়া বাংলা চলচ্চিত্রের কালজয়ী এ নায়িকা ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। পরে পাবনা পৌর এলাকার গোপালপুরের বাড়িতে তার শৈশব ও কৈশোর কাটে। ১৯৪৭ সালে দেশবিভাগের সময় পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সুচিত্রা সেন সপরিবারে ভারতে চলে যান। স্মরণসভায় নাট্যব্যক্তিত্ব সিরাজুল ইসলাম হিরার সভাপতিত্ব বরেন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক, সাংবাদিক সৈয়দ মুরশাদ সুবহানী, উৎপল মির্জা, সংস্কৃতি কর্মী সরোয়ার উল্লাস, মুস্তাফিজুর রহমান রাসেলসহ স্থানীয় সাংস্কৃতিক ও নাট্য কর্মীরা।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর