সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
হলে তল্লাশি, চার নেতা আটক

হাবিপ্রবি ছাত্রলীগের সংঘর্ষ ভাঙচুর গুলি আহত ১৫

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গতকাল ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ছাত্রাবাসে ভাঙচুর ও ক্যাম্পাসে দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও শটগাটেন গুলি ছোড়ে পুলিশ। আহতদের মধ্যে পাঁচজনকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েলসহ চার নেতাকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন- জাহিদুল ইসলাম জাহিদ, মাহবুবুল আলম ও অনিন্দ দত্ত অন্তু। এ সময় জিয়া হলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল ও সাধারণ সম্পাদক বহিষ্কৃত ছাত্র অরুণ কুমারের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে একটি মানববন্ধন করা হয়। একই সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের পক্ষ নিয়ে ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়নের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা পাল্টা মানববন্ধন করেন। এ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুপুর ১২টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। ভর্তিপরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বহিষ্কারের পর বিচ্ছৃঙ্খল পরিস্থিতি এড়াতে গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এক মাস ১২ দিন পর ১১ জানুয়ারি খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্রাবাস। ওইদিনই কয়েকজন শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে একাডেমিক কার্যক্রম শুরুর আগেই ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন হাবিপ্রবি শিক্ষক সমিতি।

সর্বশেষ খবর