সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার মামলায় দলীয় ৬৫ নেতা-কর্মী হাজতে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিটি নিয়ে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতার মামলায় দলীয় অপর গ্রুপের ৬৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে গতকাল আসামিরা জামিন চাইলে বিচারক আবেদন বাতিল করে তাদের হাজতে পাঠান। এ সময় আদালত চত্বরে উপস্থিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঝিনাইগাতী উপজেলা আওয়মী লীগের বর্তমান সভাপতি আবু ওয়ারেস নাঈম গ্রুপের সঙ্গে ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গ্রুপের সংঘর্ষ বাধে। এতে আহত হন নাঈমসহ পাঁচজন। পর দিন এ ঘটনায় দুটি মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ, যুবলীগের ১০৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

সর্বশেষ খবর