সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

নরসিংদীতে সবজিবাহী ট্রাক উল্টে চারজন নিহত

কলেজশিক্ষিকাসহ বিভিন্ন স্থানে ১০ প্রাণহানি

নরসিংদীতে সবজিবাহী ট্রাক উল্টে চার ব্যবসায়ী নিহত হয়েছেন। নীলফামারীতে বরযাত্রীর বাস উল্টে একজন নিহত ও আহত হয়েছেন পাঁচজন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ আরও নয়জনের প্রাণহানি ঘটেছে। নরসিংদীর পাঁচদোনায় সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চার ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাবো নামক স্থানে গতকাল রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুরের ঘাশিরদিয়া গ্রামের সাত্তার মিয়া, ইয়াসিন ও স্মরণ মিয়া। অপরজনের পরিচয় জানা যায়নি।
এদিকে, নীলফামারীর ডোমারে বরযাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গৃহবধূ জেসমিন আক্তার নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ডোমার উপজেলার মাঝাপাড়া গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। এদিকে জেলার সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার ও আলমপুরের দরগা এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুমি ও কছিমুদ্দিন। চাঁদপুরে কলেজশিক্ষক : শাহারাস্তির মেহার রেলস্টেশন এলাকায় গতকাল ট্রাক ও সিএনজির অটোরিকশার সংঘর্ষে কলেজশিক্ষিকা উম্মে তাহমিমা মারা গেছেন। তিনি শাহারাস্তী সূচীপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষিকা ছিলেন। তার বাড়ি চাঁদপুর শহরের গাংগুলীপাড়ায়। সাতক্ষীরায় ব্যবসায়ী : জেলা শহরের খুলনা রোড মোড়ে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী বাবু নিহত হয়েছেন। তার বাড়ি শহরের ইটাগাছা এলাকায়। এছাড়া, নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ঝুট ব্যবসায়ী ইব্রাহীম ও ফরিদপুরের ভাঙ্গায় নসিমন থেকে পড়ে স্কুলছাত্র মোস্তাফিজুর রহমান নিহত হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে গতকাল ট্রাকচাপায় পথচারী তছলিম মিয়া নিহত হয়েছেন। মৌলভীবাজারের সদর উপজেলার ইসলামপুরে গতকাল প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক আনিছুর রহমান নিহত হয়েছেন। দিনাজপুরে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আরিফ উদ্দীনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর