সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

'রাঙামাটির পর্যটন শিল্প উন্নত হলে অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে'

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, রাঙামাটির পর্যটন শিল্প উন্নত হলে পাহাড়ি অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে। রাঙামাটির প্রাকৃতিক সম্ভাবনা ও সংস্কৃতি কাজে লাগিয়ে ট্যুরিজম সেক্টরকে আরও শক্তিশালী করতে পারলে রাঙামাটিকে বিশ্বের কাছে পরিচিত করাতে সহজ হবে। তাছাড়া পাহাড়ের মানুষের উৎপাদিত পণ্য, হস্তশিল্প ও বৈচিত্র্যপূর্ণ জীবন ব্যবস্থা পর্যটকদের বেশি আকর্ষণ করে। যে কারণে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল মাসিক সভায় নিখিল কুমার এসব কথা বলেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, অভিলাষ তংচঙ্গ্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর