সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

৭ নৌ-মালিককে জরিমানা

নৌ-দুর্ঘটনা রোধে নরসিংদী লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন নৌকা ঘাটে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের অপরাধে সাত লঞ্চ ও ট্রলার মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গত শনি ও রবিবার এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।

শনিবার বিকালে নরসিংদী শহরের বিবিনশার ঘাটে নৌকা ডুবে মা-মেয়েসহ ৩ জন নিহতের ঘটনার পর অভিযানে শুরু করে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, নৌযান মালিকদের অতি মুনাফা লাভের কারণে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই জেলা প্রশাসনের এ অভিযান।

সর্বশেষ খবর