সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বরখাস্তের পরও অধ্যক্ষ স্বপদে

অর্থ আত্মসাৎ, জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে চাকরি, কলেজের জমি দখলসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহীর পবার দারুসা কলেজের অধ্যক্ষ আবদুল মান্নানকে ২০১০ সালে জেলা প্রশাসকের নির্দেশে বরখাস্ত করে কলেজ পরিচালনা পর্ষদ। এরপর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরখাস্তের বিষয়টি অনুমোদন দেয়। এ বরখাস্তাদেশের বিরুদ্ধে অধ্যক্ষ উচ্চ আদালতে রিট করেন। যার এখনো সুরাহা হয়নি। রিট বিচারাধীন থাকলেও বর্তমান কমিটি অধ্যক্ষকে স্বপদে বহাল করেছেন। শনিবার মান্নান কলেজে গিয়ে অধ্যক্ষের চেয়ার দখল করেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন জানান, আদালতে মামলা থাকলেও কমিটি সিদ্ধান্ত নিয়ে অধ্যক্ষকে তার পদে বহাল করেছেন। রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধ্যক্ষকে তার পদে বহাল করা নিয়মবহির্ভূত। গতকাল এ ঘটনায় সভাপতিকে শোকজ করা হয়েছে। আবদুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, 'কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন জায়গায় আমার নামে অভিযোগ করে বেড়ান। এসবের কোনো ভিত্তি নেই।'

 

 

সর্বশেষ খবর