সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাবি সমাবর্তনে ভুলে ভরা সনদপত্র

হরতাল অবরোধের মধ্যেই গতকাল শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবম সমাবর্তন। শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এর আনুষ্ঠানিকতা। তবে নাম ও সিজিপিএ ভুল থাকার কারণে অনেককে সনদপত্র দিয়েও আবার ফিরিয়ে নেওয়া হয়। বিশেষ করে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা সনদপত্র না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সমাবর্তনে যোগ দেওয়া শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের সনদপত্র সরবরাহ করা হলেও, ভুল ধরা পড়ায় তা ফেরত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে সনদপত্র ছাড়াই আমাদের ফিরতে হচ্ছে।’ একই অভিযোগ করেছেন আরও কয়েকজন শিক্ষার্থী। অভিযোগের বিষয়টি স্বীকার করে বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক আমজাদ হোসেন জানান, সনদপত্রে অনাকাঙ্খিতভাবে ভুল হয়েছে। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর