রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ১২৫ দোকান

ক্ষতি ২০ কোটি টাকা

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মসজিদ মার্কেটসহ আশপাশের ১২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুতের শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, মুহূর্তেই আগুন মার্কেটের চারপাশে ছড়িয়ে পড়ে। উপজেলায় কোনো ফায়ার সার্ভিস না থাকায় এলাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ স্থানীয়দের নিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি জেলা থেকে দমকল বাহিনীর ঘটনাস্থলে পেঁৗছানের আগেই মার্কেটের ১২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে মোবাইল অপারেটর টেলিটকের একটি টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঘাইছড়ি বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল রবিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে বাঘাইছড়ি বাজারের পুরো বাজারের প্রায় সবকটি দোকান পুড়ে গেছে। এছাড়া আশাপাশের তিনটি মার্কেটের অন্তত চারশো দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনাজপুর ও ধামরাইয়ে তুলার কারখানায় আগুন : দিনাজপুর প্রতিনিধি জানান, বিরামপুরে একটি তুলার গোডাউনে অগুিকাণ্ডের ঘটনায় অর্ধ কোটি টাকার তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ সময় মিলের মেকানিক রেজাউল করিম আহত হয়েছেন। গতকাল দুপুরে বিরামপুর পৌর শহরের আবদুল আজিজ সরকারের তুলার গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী দমকল বাহিনীর দুটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়ী দমকল বাহিনীর কর্মকর্তা হারাধন সাহা জানান, শট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমান ৪৯ লাখ ৪০ হাজার টাকা। ধামরাই প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টায় ধামরাইয়ের বারবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের মালিকানাধীন সিয়াম কটন মিলে এ ঘটনা ঘটে। ধামরাই ও মানিকগঞ্জ দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে পেঁৗছে বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর