রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী গৃহবধূসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় স্কুলছাত্রী, চুয়াডাঙ্গার দামুড়হুদায় গৃহবধূ ও টেকনাফে উপজাতি, ফেনীতে বাস চালকের সহকারী, কলাপাড়ায় টমটম চালকসহ বিভিন্ন স্থানে ৯জন নিহত হয়েছেন। এছাড়া রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন আহত হয়েছেন।

কুষ্টিয়ায় স্কুলছাত্রী : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় তানিয়া ইসলাম (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তানিয়া ভেড়ামারার ডিপি সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। দামুড়হুদায় গৃহবধূ : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালি মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত করিমন থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে আদুরি খাতুন নামের এক গৃহবধূ মারা গেছেন। আদুরি উপজেলার গোবিন্দপুর গ্রামের সৌদি প্রবাসী মধু মিয়ার স্ত্রী। টেকনাফে উপজাতি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে চাদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওলামং চাকমা নামে উপজাতির মৃত্যু হয়েছে। ফেনীতে বাস চালকের সহকারী : ফেনীর ফাজিলপুর এলাকায় শনিবার যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে কবির হোসেন নামে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার নুর মিয়ার ছেলে। কলাপাড়ায় টমটম চালক : পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি কাঠ বোঝাই টমটম গাড়ি উল্টে চালক ইউসুফ শাহজী মারা গেছেন। সলঙ্গায় সাইকেল আরোহী : সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় শামীম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া আকন্দপাড়ার রওশন আলীর ছেলে। বগুড়ায় শিক্ষক : শিবগঞ্জ-পিরব সড়কের জামুরহাট এলাকায় শুক্রবার রাতে ভটভটির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে জামুরহাট মাদ্রাসাশিক্ষক জাহিদুল ইসলাম ও বড়াইল গ্রামের মলি্লক রবি চান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন। রাজশাহী নগরীর কাপাশিয়া এলাকায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২৫ যাত্রী আহত হয়েছেন।

সর্বশেষ খবর