রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অবরোধে আতঙ্ক রিকশা চালকের মাথায় হেলমেট

অবরোধে আতঙ্ক রিকশা চালকের মাথায় হেলমেট

হেলমেট পরে রিকশাচালক ফকরুল

'পেটের টানে রিকশা চালাই। বাড়িতে অসুস্থ মা। বউ-বাচ্চা আছে। পরিবার টানতি হয়। কাজ না করলি খাব কি। আর কাজ করতি হলি তো আগে বাঁচতি হবে। তাই এক ভাইয়ার কাছ থেকে চেয়ে হেলমেট মাথায় রিকশা চালাচ্ছি। পেট্রলবোমা মারলি চোখ-মুখ তো বাঁচবে।...' কথাগুলো বলছিলেন রিকশাচালক ফকরুল। বাগেরহাটের হরিণখানা এলাকায় তার সঙ্গে দেখা। তাকে জামায়াত-বিএনপির টানা অবরোধে নাশকতা, বোমাবাজি, সহিংসতার মধ্যে জীবিকার প্রয়োজনে রিকশা চালাতে হচ্ছে। তবে আর দশজনের মতো তিনিও আতঙ্কিত। তাই তো নিজেকে রক্ষার চেষ্টা হিসেবে হেলমেট মাথায় দিয়ে রিকশা চালানো। রিকশাচালক ফকরুলের এমন চেষ্টা সব শ্রেণির মানুষের দৃষ্টি কাড়ে। টানা অবরোধের প্রভাব পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাপনে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর