রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

লোহাগড়া ইউএনও কার্যালয় ভাঙচুর

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও বাসভবন ভাঙচুরের অভিযোগ উঠেছে ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় ইউএনও কার্যালয়ে ছিলেন না। এছাড়া বাসভবনসহ আশপাশের কয়েকটি ভবনের জানালার গ্লাস ও লাইট এবং অফিসের অন্তত ৭টি বৈদ্যুতিক মিটারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন জানান, লোহাগড়ায় রামনারায়ণ পাবলিক লাইব্রেরি চত্বরে সংস্কৃতিমন্ত্রীর অনুষ্ঠানে (শনিবার) এমপির নাম ঘোষক দেরিতে ঘোষণা করায় দলীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে ওয়ার্কার্স পার্টির লোহাগড়া উপজেলা শাখার সম্পাদক আমিরুল ইসলাম বলেন, এমপি শেখ হাফিজুর রহমান (নড়াইল-২) মহোদয়কে অসম্মানিত করায় ইউএনওর অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর