বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে দাউদখালী নদী খনন শুরু

বাগেরহাটের রামপালের দাউদখালী নদী খনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল খনন কাজ উদ্বোধন করেন বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের এমপি তালুকদার আবদুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, নদী ও খাল খননের সঙ্গে কোনো আপস নেই। সরকারের নির্দেশ অনুযায়ী খননকাজে সহযোগিতা করার জন্য সবার আন্তরিকতা থাকতে হবে। তাহলে এই এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের গতি ফিরে আসবে। পাউবো খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ আবু সাঈদ, আবদুল ওহাব, জামিল হোসেন জামু, মোজাফফর হোসেন, আবু রাফা মোহম্মদ আরিফ প্রমূখ।
জানা যায়, ১৬৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৩৪/২ পোল্ডার প্রকল্পের আওতায় ১৭ নদী-খাল খনন কাজের অংশ হিসেবে ১৫ কি. মি. নদী খনন করা হচ্ছে। এতে ব্যয় হবে আট কোটি ১০ লাখ টাকা। ওই পোল্ডার প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১১০ কি.মি. নদী ও খাল আগামী জুনের মধ্যে খনন করার কথা। দাউদখালী নদী খনন এরই অংশ।

 

সর্বশেষ খবর