শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে পাল্টা মামলা করালেন ওসি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি ও এসআইর বিরুদ্ধে মামলার একদিন পর গতকাল বাদীর স্ত্রীকে দিয়ে স্বামী তানভীর আহম্মেদকে আসামি করে আদালতে পাল্টা অপহরণ মামলা করালেন ওসি এরশাদুল কবির। মামলার এজাহারে স্বামীর বিরুদ্ধে অপহরণপূর্বক বিয়ে করার অভিযোগ আনা হয়েছে। এদিকে অভিযুক্ত ওসিকেই এ মামলার তদন্তভার দেওয়ায় বিষয়টি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। নিরাপত্তাহীনতায় রয়েছেন ওসির বিরুদ্ধে করা মামলার বাদী তানভীর। অভিযোগ উঠেছে ওসি এরশাদুল নিজেকে বাঁচাতে ভিমটিমকে দিয়ে কৌশলে আদালতে মামলাটি করিয়েছেন। মামলার এজাহারে তদন্তভার হরিণাকুণ্ডু থানার ওসির ওপর দেওয়ার জন্য আবেদন করা হয়। উল্লেখ্য, বুধবার হরিণাকুণ্ডু উপজেলার আড়ুয়াকান্দির তানভীর আহাম্মেদ বাদী হয়ে হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির, এসআই ফারুকসহ আটজনের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ ও ফেরত চেয়ে দুটি মামলা করেন। ওই মামলার পর সাধারণ মানুষ ও খোদ পুলিশের মধ্যে শুরু হয় সমালোচনা।

সর্বশেষ খবর