শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জেলায় জেলায় ১৪ দলের গায়েবানা জানাজা

গত ২৬ দিনে সহিংসতায় ৪১ জন নিহত

২০-দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে সহিংসতায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জুমা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
বরিশাল : নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে জানাজাপূর্ব বক্তব্য দেন- অ্যাড. আফজালুল করিম, টিপু সুলতান এমপি প্রমুখ। জানাজায় ইমামতি করেন সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদের মুয়াজ্জিন মিজানুর রহমান। রাজশাহী : নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জানাজায় অংশ নেন ডাবলু সরকার, আসাদুজ্জামান আসাদ, সাদরুল ইসলাম, আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী প্রমুখ। নাটোর : শহরের কেন্দ্রীয় মসজিদের সামনের মহাসড়কে জানাজা-পূর্ব বক্তব্য দেন - জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।  নোয়াখালী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জানাজায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, আবদুল মমিন বিএসসি, আবদুল ওয়াদুদ পিন্টু, নাজমুল আলম মঞ্জু প্রমুখ।  লক্ষ্মীপুর : শহরের দায়রা মসজিদ প্রাঙ্গণে জানাজায় জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, অ্যাড. রাসেল মাহমুদ মান্না, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।  কুষ্টিয়া : শহরের বড় মসজিদের সামনে জানাজায় অংশ নেন সদর উদ্দিন খান, রবিউল ইসলাম প্রমুখ। কিশোরগঞ্জ : জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জানাজা পরিচালনা করেন মাওলানা সোলায়মান। এ সময় অ্যাডভোকেট এম.এ. আফজল, অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুর : বাদ জুমা গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন গায়েবানা জানায়ার আয়োজন করেন। জানাজা-পূর্ব বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, হরতাল অবরোধে যারা পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে তারা কোনো রাজনৈতিক দলের লোক নয়। তাদের দায়-দায়িত্ব কেউ নিতে পারে না। টঙ্গী : টঙ্গী-কালীগঞ্জ সড়কের নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, অ্যাড. আজমত উল্লা খান, মতিউর রহমান মতি, ফজলুল হক প্রমুখ।

সর্বশেষ খবর