শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আজ ভোলা যাচ্ছেন ২০ শিল্পোদ্যোক্তা

ভোলা জেলাকে আধুনিক শিল্পনগরী রূপে গড়ে তোলার লক্ষে আজ শনিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদ, এফবিসিসিআই সভাপতি কাজী একরাম উদ্দিন আহমেদ ও ২০ জন দেশবরেণ্য শিল্পোদ্যোক্তাসহ দেড় শতাধিক শিল্পপতি ভোলায় আসছেন। শুক্রবার জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব নাভাস চন্দ  মন্ডল ও যুগ্ম সচিব তৌহিদুর রহমান খান। সাংবাদিকদের জানানো হয়, ভোলায় প্রাপ্ত গ্যাস ব্যবহার করে এই জেলাকে একটি আধুনিক মডেল শিল্প নগরী রূপে গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে। তারই শুভ সুচনায় আজ দেশের প্রথিতযশা শিল্পোদ্যোক্তা ও শিল্পপতিরা ভোলায় দিনব্যাপী কর্মশালায় অংশ নিচ্ছেন। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে কর্মশালাটি শুরু হবে।
 

সর্বশেষ খবর