রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

টাঙ্গাইলে বাসচাপায় দুই যুবক নিহত

টাঙ্গাইলে বাসচাপায় দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় আরও সাতজনের প্রাণহানি ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে গতকাল বাসচাপায় দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন মির্জাপুর উপজেলার রাজাবাড়ি শরীফ (২৩) ও রানা (২৫)। গোড়াই হাইওয়ে থানার ওসি জানান, রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রানা মারা যান। শরীফকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। লালমনিরহাটে কালেজছাত্র : লালমনিরহাটে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- হাতীবান্ধা উপজেলা গেন্দুকুড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে আরমান (২২) ও সদরের সেলিমনগর গ্রামের নজরুল ইসলামে স্ত্রী জয়নব বেওয়া (৫৩)। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক : ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। সদর উপজেলার চিনাইর সুলতানপুর সড়কের আলাকপুরে শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. কামাল মিয়া (২৮) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কালী বাড়ি মোড়ের ওয়ালি মিয়ার ছেলে। ফতুল্লায় শ্রমিক : ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা বাজারের সামনে গতকাল বালুবাহী ট্রাকের চাপায় রনি নামে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন। রনি ফতুল্লার রামারবাগের আজাদ-রিফাত গার্মেন্টের প্রিটিং অপারেটর এবং চুয়াডাঙ্গা জেলার ঘাটবাগ গ্রামের রবিউল ইসলামের ছেলে। কুমিল্লায় চালক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনায় বাসচাপায় মোটর সাইকেল চালক নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। নজরুল টাঙ্গাইল সদর উপজেলার পিটুরিয়া গ্রামের বাসিন্দা। গৌরনদীতে গৃহবধূ : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর তাঁরাকুপি নামক স্থানে গতকাল ট্রাকচাপায় ব্যাটারীচালিত ভ্যানের যাত্রী রহিমা বেগম (৪৫) নিহত হয়েছেন। আহত হন একই পরিবারে পাঁচজন। তাদের শেরে-বাংলা মেডিকেল ও গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রহিমা ঢাকার কেরানীগঞ্জের পাড়গেন্ডারিয়ার আকতার হোসেনের স্ত্রী। এদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল দুপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ আক্কাছ আলী (৬০) নিহত হয়েছেন। তার বাড়ি হোসেনপুর উপজেলা জগদল গ্রামে।

সর্বশেষ খবর