রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পরীক্ষার সময় অবরোধ হরতাল প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের

পরীক্ষার সময় অবরোধ হরতাল প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ প্রতিদিন

কাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন হরতাল অবরোধ প্রত্যাহার এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকালের এ কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

রাজশাহী : নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনে জেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা, শিক্ষার্থী আসমাউল হুসনা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ বক্তব্য দেন। শেরপুর : শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেন। এছাড়া একই সময় সরকারি ভিক্টোরিয়া একাডেমিতেও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাবনা : জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা। পরে জেলা ছাত্রলীগ নেতারা মানববন্ধনে একাত্দতা প্রকাশ করেন। বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন। কিশোরগঞ্জ : শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডসহ জমায়েত হন। এতে অংশ নেন শিক্ষকরাও। এদিকে হোসেনপুরে বিক্ষোভ করেছেন দুই হাজার এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। টাঙ্গাইল : শহরের শহীদ মিনার চত্তর, নিরালা মোড় এবং জেলা সদর রোডে মানববন্ধনে এসএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।এছাড়া নোয়াখালী প্রেসক্লাবের সামনে, রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, মানিকগঞ্জ প্রসক্লাবের সামনে, দিনাজপুর শহরেরর মহারাজা স্কুল মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বদরগঞ্জে মোমবাতি প্রজ্বলন : রংপুরের বদরগঞ্জে নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই কর্মসূচির আয়োজন করে উপজেলা নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি। এ সময় নাশকতায় নিহতদের স্বরনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পথসভায় বক্তব্য দেন, অধ্যাপক মেছের উদ্দিন, আনোয়ারুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মাহবুবার রহমান হাবলু প্রমুখ।

 

সর্বশেষ খবর