রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা
জয়পুরহাট চিনিকল

পাওনা টাকা পাচ্ছেন না আখ চাষিরা

সরবরাহকৃত আখের মূল্য না পাওয়ায় জয়পুরহাট চিনিকলের আখচাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। ৩১ জানুয়ারি পর্যন্ত এই মিলে আখচাষীদের পাওনা ছিল প্রায় ৮ কোটি টাকা। ১ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে ৬ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত ১২ ডিসেম্বর ২০১৪-১৫ সালের মাড়াই মৌসুম শুরু করে চিনিকলটি। এ পর্যন্ত ৫০ দিনে ৬৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করেছে ৪ হাজার ৭৬৪ মেট্রিক টন। মাড়াই মৌসুম চলবে আরো ১৫ দিন। এদিকে গত দুই মাড়াই মৌসুমে জয়পুরহাটে চিনিকল গুদামে চিনি মজুদ রয়েছে ৮হাজার ৯২৭ মে. টন। যার মূল্য ৩৩ কোটি ২ লাখ ৯৯ হাজার টাকা। এছাড়া চলতি মৌসুমের চিনিও মজুদ চলছে। এ অবস্থায় চিনি বিক্রি না হওয়ায় কৃষক ও কর্মকর্তা-কর্মচারীদের পাওনা নিয়ে বিপাকে পড়েছে চিনিকল কর্তৃপক্ষ। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম জানান, বর্তমানে চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৭ টাকা তবুও চিনি বিক্রি হচ্ছে না। এ অবস্থায় কিছুটা হলেও অসুবিধার মধ্যে আছে চিনিকলটি। তবে অল্প দিনের মধ্যেই আখচাষীদের পাওনা পরিশোধ করা হবে বলে জানান ওই কর্মকর্তা। এছাড়া সামনের বছর থেকে আখের মূল্য প্রতি ৪০ কেজিতে (মণে) আরো ১০ টাকা বাড়ানো হবে বলে জানান তিনি। ধলাহার ইউনিয়নের আখচাষী তোজাম্মেল হক জানান, তিনি আগে ২৫/৩০ বিঘা জমিতে আখ চাষ করতেন। তিনি এ বছর ১৫ বিঘা জমিতে আখ চাষ করেছেন। এরপরও আখ সরবরাহ করে মিল থেকে তিনি পাওনা টাকা পাননি।

সর্বশেষ খবর