রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সম্মেলন ঘিরে সাতক্ষীরা আ.লীগে প্রাণচাঞ্চল্য

সাতক্ষীরা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৭ ফেব্রুয়ারি। সম্মেলন ঘিরে জামায়াতঅধ্যুষিত এ জেলায় ঝিমিয়েপড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এক যুগ পরে হলেও সম্প্রতি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাতক্ষীরার সাত উপজেলা ও পৌরসভাসহ আট ইউনিটের কাউন্সিল অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে জেলা কমিটি। ৯ বছর পর গঠন হতে যাচ্ছে সাতক্ষীরা আওয়ামী লীগের কমিটি। সাতক্ষীরার আটটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের অনেকে জেলা কমিটির সভাপতি হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের নাম প্রস্তাব করেছেন। তাকে নিয়ে ইতোমধ্যে কয়েকটি বৈঠকও করেছেন দলীয় নেতা-কর্মীরা। তবে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আবারও লড়ছেন বর্তমান সভাপতি সাবেক এমপি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। ফলে কে হচ্ছেন সাতক্ষীরা আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সে হিসাব-নিকাশ পাল্টে যাতে পারে। নতুনদের মধ্যে সভাপতি পদে লড়বেন বলে জোরেশোরে নাম উঠে এসেছে প্রবীণ রাজনীতিবিদ জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি মুনছুর আহমেদ ও সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের। সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সাঈদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও সাতক্ষীরা জজ কোর্টের জিপি লুৎফর রহমান।

 

সর্বশেষ খবর