রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সাঁওতাল পল্লীতে লুটপাটের মামলায় গ্রেফতার ৭

পার্বতীপুরে চিড়াকুটা সাঁওতাল পল্লীতে সংঘর্ষের পর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও শ্লীলতাহানির ঘটনায় মামলার পর শুক্রবার রাতে বিভিন্ন গ্রামে সাড়াশি অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় আদিবাসী নেত্রী নীলিমা হেমব্রম বাদী হয়ে ৩ হাজার ৭৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, মোশারফ, এমরান, শামসুল হক, হাসান, মামুন, মোক্তার ও এরশাদ। পার্বতীপুর মডেল থানার ওসি বলেন, সাঁওতাল পল্লীতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। লুটপাট হওয়া মালামাল উদ্ধার অব্যহত আছে।

২৪ জানুয়ারি পার্বতীপুরের হাবিবপুর গ্রামে জমির মলিকানা নিয়ে চিড়াকুটা গ্রামের সাঁওতালদের সঙ্গে বড়দল সরকার পাড়া গ্রামের জহুরুল হকের লোকজনের সংঘর্ষ হয়। এতে তীর বিদ্ধ হয়ে মারা যান জহুরুলের ছেলে শাফিউল। পরে বিক্ষুব্ধরা সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে ৬৮টি পরিবারে লুটপাট ও কমপক্ষে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

 

সর্বশেষ খবর