শিরোনাম
শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার হাতে লাঞ্ছিত হলেন এক মুক্তিযোদ্ধা। গতকাল স্বাধীনতা দিবসের সকালে তালতলী বাজারের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরুর আগে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা তালতলী বাজারের একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা করছিলেন। একই সময় সেখানে তালতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক জোমাদ্দারও নাস্তা করছিলেন। এ সময় জোমাদ্দার সব মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে আখ্যায়িত করে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। বরগুনার তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (সাংগঠনিক) আবদুল মান্নান (৬০) তার মন্তব্যের প্রতিবাদ জানালে ফজলুল হক জোমাদ্দার তার ওপর চড়াও হন। একপর্যায়ে তার দাড়ি ধরে টেনে তাকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মুক্তিযোদ্ধা কমান্ডের বরগুনা জেলা ইউনিট কমান্ডার আলহাজ আ. রশীদ বলেন, ‘একজন বয়স্ক মুক্তিযোদ্ধার দাড়ি টেনে চড়-থাপ্পড় মেরে জোমাদ্দার যে অপরাধ করেছেন তার যথাযথ শাস্তি হওয়া উচিত।

সর্বশেষ খবর