শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
নালিতাবাড়ীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

বর্জন করল আ.লীগ

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের বাণীতে উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুখলেছুর রহমান রিপন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য প্রদান করায় অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতারা। এ ছাড়াও চেয়ারম্যানের অপসারণ দাবি করে মিছিল করে যুবলীগ। সকাল ১০টায় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বক্তব্যে কোথাও ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি। মোরেলগঞ্জে পৃথক কর্মসূচি : মোরেলগঞ্জ প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগে মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ ও সাংবাদিকরা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পরেই উপজেলা চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধারা ও কর্তব্যরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে সদলবলে মাঠ ছেড়ে চলে যান। ওই সময় অতিথিদের আসনে শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী বসা ছিলেন।

সর্বশেষ খবর