বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ চারজন নিহত

গাজীপুরের কালিয়াকৈর গতকাল বাসচাপায় সানোয়ার হোসেন রানা শ্রমিক নিহত হয়েছেন। পরে স্থানীয়রা ঘাতক বাসটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। সানোয়ার চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার টিভি টেকনিশিয়ান। এদিকে চান্দনা চৌরাস্তায় দুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের মৃতূ্য হয়েছে। এছাড়া জেলার টঙ্গীর ভাদাম ও বোর্ড বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও দুজন। তারা হলেন তৈরি পোশাক কর্মী লাভলী বেগম ও রবিউল। সকালে বোর্ড বাজার এলাকায় কাভার্ড ভ্যান রবিউলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। পথচারীরা টঙ্গী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউলের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এরআগে সোমবার রাতে ভাদাম এলাকায় গার্মেন্ট ছুটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা যান লাভলী। তিনি শেরপুর জেলা সদরের নয়াপাড়ার লাল মিয়ার মেয়ে।

সিরাজগঞ্জে চালক : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সলঙ্গায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে কারচালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। নিহত কামাল হোসেন খুলনার খালিশপুরের বাসিন্দা। অহতদের বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরবাড়ী-বগুড়া মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ভালুকায় নিরাপত্তাকর্মী : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়েরদোয়া মসজিদের সামনে মঙ্গলবার ভোর রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নিরাপত্তা কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবদুল কাদির উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর