বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

পুলিশ ও দলীয় নেতা-কর্মীর সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না

গাজীপুর পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ বলেছেন, পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না। তিনি বলেন, কিছু অসৎ পুলিশ কর্মকর্তার সহযোগিতায় মাদক ব্যবসা চলছে। ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে। আমি ওই পুলিশ সদস্যদের ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে নিয়েছি। এরপরও যদি কোনো পুলিশ সদস্য অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়েন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে টঙ্গী থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী থানা পুলিশিং কমিটির সভাপতি মো. জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. মতিউর রহমান মতি, টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ও এসআই হাসানুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর