রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

১৩ দিন হদিস নেই সাংবাদিকপুত্রের

নির্বিকার প্রশাসন

১৩ দিন হদিস নেই সাংবাদিকপুত্রের

সাংবাদিকপুত্র তন্ময়

বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিনের ছেলে সায়েদ তাইছির আবরার তন্ময় নিখোঁজের ১৩ দিনেও হদিস মেলেনি। এ নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে সাংবাদিক পরিবার। এদিকে ছেলের সন্ধানে ৯ এপ্রিল সদর মডেল থানায় ডায়েরি করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ।

তন্ময় কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং ক্লাস ক্যাপ্টেন। ৩০ মার্চ সকালে সে নিখোঁজ হয়। সাংবাদিক জালাল ধারণা করেন, ইয়াবার ব্যবসা এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জেরে সংশ্লিষ্টরা তন্ময় নিখোঁজের পেছনে থাকতে পারেন। তিনি বলেন, ২০১৩ সালে ইয়াবা নিয়ে নিউজের সূত্র ধরে সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ করেছিল। ওই ঘটনায় করা মামলার সাক্ষ্য গ্রহণের দিন আগামী ৫ মে। মানসিক চাপ সৃষ্টির জন্য আসামিরাই তন্ময়কে অপহরণ করেছে বলে তার ধারণা। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, সন্দেহভাজন লোকদের নামে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে করার কিছুই নেই।

 

সর্বশেষ খবর