বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে খালাতো ভাইকে হত্যায় পাঁচজনের ফাঁসি

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন পাটরপাড়া গ্রামের যুবক মীর তাজির হোসেন তাজ হত্যামামলায় পাঁচজনকে ফাঁসি দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত সবাই উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন রিন্টু মীর, ফয়েজুল চৌধুরী, ফকির জিয়া উদ্দিন জিয়া, মান্নান মীর, আলফাজ হোসেন রুবেল। এই মামলায় নুর মোহাম্মদ শেখের ছেলে সহিদ শেখকে আদালত খালাস দিয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুন গভীর রাতে ষাটগম্বুজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামের মোহছেন মীরের ছেলে মীর তাজির হোসেন তাজকে তার আপন খালাত ভাই রিন্টু মীরসহ অন্য সহযোগীরা বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে হত্যা করে। এ সময় তারা তাজের কাছে থাকা একটি অত্যাধুনিক মোবাইল ফোন ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যান। পরে হত্যাকারীরা তাজের লাশ একটি পুকুর পাড়ে পুঁতে গুম করে। এ ঘটনার ১০ দিন পর তাজের সন্ধান না পেয়ে তার মা মুসলিমা বেগম বাগেরহাট মডেল থানায় আপন ভাগ্নে ও বোনসহ চারজনকে আসামি করে হত্যামামলা করেন। পরে পুলিশ তাজের খালাতো ভাই রিন্টু মীরকে আটক করলে তিনি আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দেন।

সর্বশেষ খবর