বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

এক পলক

ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বাঁশতৈল বাজার এলাকা থেকে সোমবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

-টাঙ্গাইল প্রতিনিধি

 

আওয়ামী লীগ অফিস ভাঙচুর

দিনাজপুরের খানসামায় ভাবকী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ওই ইউপির ১ নম্বর ওয়ার্ড মেম্বর আলতাব হোসেন এ ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বলেন, 'সবুজ আমাদের ফাঁসাতে নিজেই গভীর রাতে এ হামলা ভাঙচুর চালান।'

-দিনাজপুর প্রতিনিধি

 

ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ এলাকা থেকে ফারজানা আক্তার (৯) নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সকালে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসে শিশুটি কাটা পড়েছে বলে ধারণা পুলিশের। ফরজানা হাজীগঞ্জ পৌর এলাকার কংগাইশ গ্রামের ইমাম হোসেনের মেয়ে। -চাঁদপুর প্রতিনিধি

 

আউটসোর্সিং প্রশিক্ষণ
কেরানীগঞ্জে বিষয়ভিত্তিক ও বেসিক অনলাইন আউটসোর্সিং ৩৫ প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিএমএসএস-এর পরিচালক (আইসিটি) নিগার সুলতানাসহ অন্যরা। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করে বেসরকারি সংস্থা টিএমএসএস। -কেরানীগঞ্জ প্রতিনিধি


ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী সোনা মিয়ার ঘরবাড়ি হামলা ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। পিটিয়ে আহত করা হয় ওই ব্যবসায়ীকে। এ ঘটনায় স্ত্রী হোসনে আরা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। -সোনারগাঁ প্রতিনিধি


শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিলাল হোসেন (৪৯) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মাতব্বরা বিচার শালিসের নামে বিল্লালকে জুতাপেটা করে। খবর পেয়ে সোমবার গভীর রাতে ওই ইমামকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
 

 

 

সর্বশেষ খবর