বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

জামালপুরের বকশীগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ১

প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে জামালপুরের বকশীগঞ্জে গাছচাপায় ১ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলা সদর,সাধুরপাড়া, কামালপুর ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া আধঘণ্টা স্থায়ী প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক কাঁচা বাড়ি-ঘর বিধ্বস্ত ও বহু গাছপালা উপড়ে পড়ে।

এসময় ঘরে গাছচাপা পড়ে সদর উপজেলার পাখিমারা গ্রামের মোকছেদ আলীর মেয়ে নিঝুম বেগম মারা যায়। বিভিন্ন স্থানে গাছ ও ঘর চাপা পড়ে আহত হয় অন্তত: ৩০ জন। গুরুতর আহত  শাকিল (৫), জয়লা বেগ (৩৫), ফরহাদ আলী(৩৫) ও রফিকুল ইসলামকে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝড়ে বৈদ্যুতিক খুটি লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান আজ বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্তদের জন্য নগদ দেড়লাখ টাকা ও ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে ।
 

 

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর