শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা
হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা

আশুলিয়া শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ

ঢাকার আশুলিয়া ও গাজীপরের শ্রীপুরে দেদারছে দেওয়া হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা, ঠিকাদার এবং স্থানীয় রাজনৈতিক নেতারা। অবৈধ সংযোগের ভিড়ে বৈধ সংযোগে নিতে আগ্রহ হারাচ্ছেন সাধারণ গ্রাহক। যত্রতত্র ও অপরিকল্পিত গ্যাস সংযোগ স্থাপনের ফলে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। প্রতিনিধিদের খবর-

আশুলিয়া : আশুলিয়ায় প্রায় প্রতি রাতেই দেওয়া হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। এর মধ্য দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন তিতাসের কিছু অসাধু কর্মকর্তা, ঠিকাদার এবং স্থানীয় রাজনৈতিক নেতা। বিষয়টি দেখেও না দেখার ভান করছে তিতাস কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে তিতাসের অবৈধ লাইন। সরেজমিনে দেখা গেছে, এক শ্রেণির অসাধু ঠিকাদারের হাতে মোটা অঙ্কের অর্থ ধরিয়ে দিলেই মিলছে গ্যাস সংযোগ। নিয়মনীতির তোয়াক্কা না করে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার হচ্ছে এই গ্যাস। যার কোনো বৈধ কাগজপত্র নেই ব্যবহারকারীদের কাছে। অন্যদিকে নিয়ম অনুযায়ী আবেদন করেও বৈধ সংযোগ পাচ্ছেন না সাধারণ গ্রাহক। সরঞ্জামাদির অভাব দেখিয়ে মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়েছে কয়েক হাজার আবেদন। আশুলিয়ার কাঠগড়া, শ্রীপুর বারইপাড়া, চানগাঁও, আক্রন, কলমা, বেলমা, নলাম, সাদাপুর, দোসাইদ, আড়াগাও, জামগড়া, কবিরপুরসহ ১৮৫টি গ্রাম ও পাড়া-মহল্লায় প্রতি রাতে চলছে অবৈধ সংযোগ দেওয়ার কাজ। এসব এলাকায় দিনের বেলা প্রবেশ করলেই দেখা যায় সড়কের পাশে মাটি খুঁড়ে প্রস্তুত করা হচ্ছে গর্ত। রাত গভীর হলে মূল লাইনের সঙ্গে পাইপ বসিয়ে সংযোগ স্থাপন করা হবে। সাভারের ইউএনও কামরুল হাসান বলেন, 'এখানে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক পড়েছে। বিষয়টি তিতাসকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছিলাম। কিন্তু অবৈধ সংযোগ বন্ধ হয়নি।' তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার অঞ্চলের উপ-মহাপরিচালক প্রকৌশলী শেখ রায়হান জানান, একশ্রেণির প্রতারক তিতাস কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অবৈধ সংযোগ দিয়ে আসছে। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের প্রত্যন্ত এলাকায় অবৈধ গ্যাস সংযোগের হিড়িক পড়েছে। গ্যাসের লোড পরীক্ষা না করে যাচ্ছেতাই বসানো হচ্ছে পাইপ। কোনো রকম অনুমতি ছাড়া এবং নিম্নমানের পাইপের সাহায্যে স্থাপন করা হচ্ছে সংযোগ। একশ্রেণির দালাল মোটা অংকের টাকা নিয়ে এসব সংযোগ দিয়ে চলছে। ফলে বৈধ সংযোগ নিতে আগ্রহ হারাচ্ছেন সাধারণ গ্রাহক। প্রায় প্রতিদিন শ্রীপুরের বিভিন্ন এলাকায় তিতাসের সরবরাহ করা লাইন থেকে বাড়ি বাড়ি স্থাপন করা হচ্ছে অবৈধ সংযোগ। অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেট মাইলের পর মাইল রাস্তা কেটে অদক্ষ লোক দ্বারা চার, দুই অথবা এক ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দিয়ে সংযোগ স্থাপন করছে। এ কারণে অগি্নকাণ্ডের মতো দুর্ঘটনা ও জীবননাশের ঝুঁকি বাড়ছে। সারজমিনে দেখা গেছে, শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকা, আনসার রোড, মাস্টারবাড়ী, এসকিউ গেট, মুলাইদ, কেওয়া নতুনবাজার, ভাংনাহাটী, ছাপিলাপাড়া, বৈরাগীরচালা, গারোপাড়া, গিলাবেড়াইদ, কেওয়া বাজার, চন্নাপাড়া, রাজাবাড়ী, ধলাদিয়া, সাটিয়াবাড়ী প্রভৃতি এলাকায় অবৈধ সংযোগগুলো স্থাপন করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর