শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ছয় মাসেও অনুদানের চেক পায়নি তিন পরিবার

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে স্মরণকালের ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৫ পরিবারের মধ্যে তিনটি পরিবারের নামে সরকারি অনুদানের চেক আসেনি ছয় মাসেও। পাঠানো চেকে ভুলবশত নিহতের মৃত বাবার নামে আসার পর সংশোধনের জন্য মন্ত্রণালয়ে ফেরত যাওয়ার পর তা আর সংশোধিত হয়ে আসেনি।

স্থানীয়রা জানান, ২০১৪ সালের ২০ অক্টোবর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রিজুর মোড়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহত ৩৫ জনের পরিবারের নামে সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এর মধ্যে নিহত গুরুদাসপুরের শিধুলী গ্রামের শরিফুল ইসলাম ও আজাদ শেখের নামে পাঠানো টাকার মধ্যে ৫০ হাজার টাকার চেক তাদের মৃত বাবার নামে ইস্যু করা হয়। আর সোনাবাজুর নিহত হানিফ আলীর এক লাখ টাকার চেক আসে তার মৃত বাবার নামে। ওই চেক জমা দিয়ে টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। ২৬ অক্টোবর চেকগুলো সংশোধনের জন্য গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠালে আজও ফেরত আসেনি। পরিবারগুলো তাদের একমাত্র উপার্জনক্ষম অভিভাবক হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ইউএনওর মাধ্যমে তিনজনের ভুল চেক সংশোধনের জন্য দীর্ঘদিন আগে পাঠানো হলেও এখনো তার খবর নেই। ইউএনও জানান, তিনটি চেক সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এলেই বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর