শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

দাউদকান্দি উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দাউদকান্দিতে তিন প্লাটুন সেনা সদস্য অবস্থান করছেন। কাল এ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দাউদকান্দিতে উত্তেজনা বিরাজ করছে। কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল জানান, দাউদকান্দি উপজেলা নির্বাচন উপলক্ষে তিন প্লাটুন সেনা সদস্য, তিন প্লাটুন বিজিবি, র্যাবের চারটি টিম, পুলিশের ৯৬০ জন সদস্য ও ১১৪০ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন। তিনি আরো জানান, ৯৫টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৬টি। সাধারণ কেন্দ্রে ছয়জন পুলিশ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ১০ মে পর্যন্ত দাউদকান্দিতে অবস্থান করবেন। আওয়ামী লীগ, বিএনপি সমর্থিতসহ উপজেলা চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর