শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা
৬৮ গবাদি পশুর মৃত্যু

বজ্রপাতে ১৪ ঝড়ে দুজনের প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বজ্রপাতে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ময়মনসিংহে দুই স্কুল ছাত্রসহ ৫, কুমিল্লায় মা-ছেলেসহ ৫, সিরাজগঞ্জে তিন যুবক এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক মেধাবী স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ঝড়ে গাছচাপা ও নৌকাডুবিতে দুজন প্রাণ হারিয়েছেন। মারা গেছে ৬৮টি গরু।
প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহে দুই স্কুলছাত্রসহ ৫ : ময়মনসিংহে বৃহস্পতিবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। জানা গেছে, ধোবাউড়া উপজেলার কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় বজ পাতে তৃতীয় শ্রেণির ছাত্র দেলোয়ার হোসেন এবং একই উপজেলার চারুয়াপাড়া গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্র মোশাররফ হোসেনের মৃত্যু হয়। হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বালিয়াকান্দা ও করুয়াপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় পৃথক দুই বজ পাতে মারা যান জমসেদ আলী ও রুবেল মিয়া নামে দুই কৃষক। ফুলপুর উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে বজ পাতে মারা যান কফিল উদ্দিন নামে একজন। কুমিল্লায় মা-ছেলেসহ ৫ : কুমিল্লায় পৃথক বজ্রপাতে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার বিকালে জেলার বরুড়া, হোমনা ও তিতাসে এসব ঘটনা ঘটে। সিরাজগঞ্জে তিন যুবক : জেলার শাহজাদপুরে বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে তিন যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু মাঠপাড়ার ফরহাদ হোসেন, পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের আইয়ুব আলী ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের নাড়–য়া গ্রামের শাহের আলী।   কসবায় স্কুলছাত্রী : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী পিংকি আক্তার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বজ পাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। সে আকছিনা গ্রামের আবদুল আওয়ালের কন্যা। সুনামগঞ্জে কালবৈশাখী : সুনামগঞ্জের দিরাই, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ওপর দিয়ে বৃহস্পতিবার বয়ে গেছে কালবৈশাখী। বেলা ১১টার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় দুই হাজার কাঁচা ঘরবাড়ি। উপড়ে গেছে বিপুলসংখ্যক গাছ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে অন্তত এক হাজার হেক্টর জমির বোরো ফসলের। এছাড়া দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের গোলেনা বেগম গাছ চাপায় এবং একই উপজেলার শ্যামারচার ইউয়নের শ্যারচর গ্রামের জামাল উদ্দিন ঝড়ের তোড়ে নৌকাডুবিতে নিহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর