শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

ধানের দাম বৃদ্ধির দাবি কৃষকদের

বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মুল্য পাচ্ছেন না লক্ষ্মীপুরের কৃষকরা। এতে চরম হতাশায় রয়েছেন তারা। কৃষকদের বাঁচাতে সরকারিভাবে ধান ক্রয় কিংবা ধানের মূল্য বাড়ানোর দাবি করেছেন চাষীরা।

সদর উপজেলার চর রুহিতা, শাকচরসহ কয়েকটি ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বোরো ধানের ফলন ভাল হয়েছে। কিন্তু বাজারমূল্য কম হওয়ায় তারা হতাশ। কৃষকরা জানান, প্রতিমণ ধানের বাজার মুল্য ৫০০ থেকে ৫৫০ টাকা। যা তাদের উৎপাদন খরচের সমান। জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, ধান কাটা মৌসুমে কৃষকরা ধান বিক্রি করে লাভবান হতে পারে না। কিছু দিন এসব ধান সংরক্ষণ করতে পারলে কিংবা সরকারি সহযোগিতা পেলে কৃষকরা লাভবান হবেন। কৃষি বিপণন অধিদফতরের জেলা মার্কেটিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ধান উৎপাদন খরচ ও বাজারমূল্যের ফারাক খুবই কম। সরকারিভাবে ধান ক্রয়ের ব্যাপারে চলতি মাসে সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর