শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লায় গৃহকর্মী নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে মামলাটি দায়ের করেন নিহত গৃহকর্মী রিনা আক্তারের (১৭) বাবা মুয়াব আলী। মামলার একমাত্র আসামি ফেনীর ফুলগাজী থানার এসআই আবু জাহের মোল্লার স্ত্রী নাজনীন আক্তার লিপি। এদিকে রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে রিনা আক্তারের লাশ গ্রহণ করেছেন তার বাবা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মুয়াব আলী ও হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল হোসেন। বুধবার দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গৃহকর্মী রিনা আক্তারের লাশ রেখে পালিয়ে যান ফেনীর ফুলগাজী থানার এসআই আবু জাহের মোল্লার স্ত্রী নাজনীন আক্তার লিপি। কিন্তু দিনভর লাশের পরিচয় পাওয়া না গেলেও রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর জিলা স্কুল রোডস্থ সমতট ল্যাগাসী নামে ১২তলা ভবনের তিনতলার বাসা থেকে তাকে আটক করে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর