শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানীকর ছবি আপলোড করায় শিবির কর্মীর বিরুদ্ধে মামলা

ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানীকর ছবি আপলোড করায় শিবির কর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানীকর ছবি ফেসবুকে আপলোড করায় শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ নেতা।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল অনুমান ১০টার সময় উপজেলার গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের শিবির কর্মী আমিনুল ইসলাম আনু তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্লীল ও মানহানীকর ছবি আপলোড করে। কিছুক্ষন পর তালুচ বাজারের ৪/৫জন যুবক তাদের ফেসবুক আইডির মাধ্যমে এ বিষয়টি দেখতে পায়। এ ব্যাপারে ওই যুবকেরা বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমকে অবহিত করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করায় ওই শিবির কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। সে ঐ ইউনিয়ন জামায়াত নেতা হেলাল উদ্দিনের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে আনুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের হয়েছে। জড়িত আনুকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

বিডি-প্রতিদিন/ ০৮ মে ১৫/ সালাহ উদ্দীন  


 

সর্বশেষ খবর