শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

বগুড়ায় নির্মাণাধীন সেতু ধসে তিন শ্রমিক আহত

বগুড়ায় নির্মাণাধীন সেতু ধসে তিন শ্রমিক আহত

বগুড়ার ধুনটে নির্মাণাধীন সেতু ধসে তিন শ্রমিক আহত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার তারাকান্দি-মাঠপাড়া হলহলিয়া নদীর উপর সেতু নির্মাণের সময় এঘটনা ঘটে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাযায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি-মাঠাপাড়া হলহলিয়া নদীর উপর ১২ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহবানের মাধ্যমে মেসার্স মোল্লা কন্সট্রাকশনকে কাজের দায়িত্ব দেওয়া হয়। গত তিন আগে ঠিকাদার মোস্তাফিজার রহমান ভুট্রো সেতু নির্মাণের কাজ শুরু করেন।

এমতাবস্থায় আজ শুক্রবার বিকেলে ৪টায় সেতুর ছাদ ঢালাই করার সময় সম্পূর্ণ ছাদই ধসে পড়ে। এসময় নির্মাণ শ্রমিক কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে বেলাল হোসেন (২৫), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে রঞ্জু মিয়া (২৭), ও ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মৃত বুদা প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (২৮) আহত হয়।

আহদের স্থানীয় লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বগুড়ার ধুনট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম নির্মাণাধীন সেতু ধসে পড়ার কথা স্বীকার করে বলেন, নকশা অনুযায়ী কাজ চলছিল। ঢালাই কাজের সার্টারিং মিস করে হঠাৎ করে সেতুটি ধসে গেছে।

বিডি-প্রতিদিন/ ০৮ মে ১৫/ সালাহ উদ্দীন  


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর