রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু,ঘরবাড়ি বিধ্বস্ত

নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ে তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত কাঁচা আধপাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও লণ্ডভণ্ড হয়েছে বহু গাছ। ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন বাঁশাটি গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী উকিলের নেছা (৭০)। ছুটোছুটি করতে গিয়ে আহত হয়েছেন ১০-১২ জন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, শুক্রবার গভীর রাতের ওই ঝড়ে বাঁশাটি গ্রামের প্রায় দেড় হাজার কাঁচা আধপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ কর্মকর্তা কাজী নুরুল ইসলাম জানান, ৫/৭'শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তালিকা প্রস্তুত হলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। নেত্রকোনা জেলা প্রশাসক তরুণ কান্তি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে মাঠে নেমেছে জনপ্রতিনিধিসহ প্রশাসন। এদিকে, গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেও বিকালে এ খবর লেখা পর্যন্ত কেউ কোনো সহযোগিতা পাননি। ক্ষতিগ্রস্তরা জানান, সকাল অবধি খোঁজ-খবর নেওয়ার কাউকে পাওয়া যায় নি।

যেটুকু সম্ভব একে অন্যকে সহায়তা করে যাচ্ছেন।

সর্বশেষ খবর