শিরোনাম
মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

চসিক নির্বাচন বাতিল চেয়ে তিন প্রার্থীর মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল দাবিতে মামলা করেছেন তিন কাউন্সিলর প্রার্থী। মামলায় কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের আবেদন করা হয়। গতকাল দুপুরে চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল ও ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম জেলা জজ বাহাউদ্দিন আহমেদের আদালতে আলাদা তিনটি মামলা করা হয়েছে। মামলার বাদী কাউন্সিলর প্রার্থীরা হলেন, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর আলম চৌধুরী, সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডের ফেরদৌস বেগম মুন্নী ও বিএনপি সমর্থিত ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের আব্দুল মালেক।

তিনজনই চসিকের বিদায়ী কাউন্সিলর। আবেদনে তারা সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজয়ী প্রার্থীকে বিবাদী করেছেন। তাছাড়া ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল মারার ছবি ও ভিডিও আবেদনের সঙ্গে দাখিল করা হয় বলে জানা যায়।

সর্বশেষ খবর