মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

জুয়াড়িদের কাছে টাকা দাবি করে পিটুনি খেলেন এএসআই

সিরাজগঞ্জের তাড়াশে মেলায় জুয়াড়িদের কাছ থেকে টাকা নিতে গিয়ে বিপাকে পড়েন তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাফিজ উদ্দিন। জুয়াড়িরা প্রথমে তাকে ১০ হাজার টাকা দিলেও আরও ৫০ হাজার টাকার দাবিতে একজনকে মারপিট করায় এলাকাবাসী এএসআইকে আটকে পিটুনি দেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে রক্ষা পান তিনি। তাড়াশ উপজেলার রানীরহাটের তারটিয়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, তাড়াশ থানার এএসআই হাফিজ উদ্দিন-২ তিন-চারজন কনস্টেবল নিয়ে রানীরহাটে মেলায় গিয়ে জুয়াড়িদের কাছে টাকা দাবি করেন। জুয়াড়িরা তাকে ১০ হাজার টাকা দিলে তিনি আরো ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় এএসআই চার জনকে ধরে মেলার অদূরে তারটিয়া এলাকায় নিয়ে মারধর করতে থাকেন। এ সময় টাকা না পাওয়ায় মারপিটের কথা শুনে স্থানীয়রা এএসআই হাফিজকে আটকে রেখে পিটুনি দেন।

 

সর্বশেষ খবর