বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

১৫০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই ক্ষতি ২০ কোটি টাকার

১৫০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই ক্ষতি ২০ কোটি টাকার

আগুনে পুড়ে যাওয়া বরগুনা পৌর মার্কেট -বাংলাদেশ প্রতিদিন

বরগুনা পৌর সুপার মার্কেটে সোমবার রাতে ভয়াবহ অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১৫ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ কোটি টাকার ক্ষতি নিরুপণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে ২০ লাখ টাকা অনুদান চাওয়া হয়েছে। জানা যায়, রাত ১০টার দিকে মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয় ব্যবসায়ীদের শেষ সম্বলটুকু।ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, 'যান্ত্রিক সমস্যার কারণে কাজ শুরু করতে একটু দেরি হয়। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।' পৌর মেয়র শাহাদাত হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পৌরসভার পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।

এদিকে, সহায়-সম্বল হারানো ব্যবসায়ীদের জীবনে দেখা দিয়েছে অনিশ্চয়তার। এরকম একজন মেসার্স হাওলাদার ট্রেডিংয়ের আসাদুজ্জামান মিল্টন জানান, জীবনের যা রোজগার ছিলো সব শেষ হয়ে গেছে। হোটেল মালিক আ. কুদ্দুস খান বলেন, 'সঞ্চিত সব অর্থ দিয়ে হোটেল করেছিলাম। সবকিছু পুড়ে যাওয়ায় নি:স্ব হয়ে গেছি।' ব্যাংক থেকে লোন নিয়ে চারটি অ্যামব্রোডারি মেশিন কিনে ব্যবসা শুরু করেন শহীদ। সবকিছু হারিয়ে তিনি এখন পাগলপ্রায়।

 

সর্বশেষ খবর